তওবার দোয়া বাংলা উচ্চারণ – তওবা করার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ

তওবার দোয়া বাংলা উচ্চারণ – তওবা করার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ আমাদের এই পোস্ট পাবেন। আজকের এই পোস্টে তওবা করার নিয়ম ও তওবার দোয়া আরবী বাংলা উচ্চারণ ও অর্থসহ বিস্তারিত লেখার চেষ্টা করলাম।

পবিত্র কুরআন মাজীদ এবং অসংখ্য হাদিসে বেশি বেশি তাওবা ইসতেগফার করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে। কেননা গোনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইসতেগফার করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজীদ ঘোষণা করেন-

وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللّهَ يَجِدِ اللّهَ غَفُورًا رَّحِيمًا

‘যে গোনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়।’ (সুরা নিসা : আয়াত ১১০)

‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনও তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবাহ করে ও সংশোধন হয় তারা ব্যতিত।’ (সুরা নিসা : আয়াত ১৪৫-১৪৬)

وَتُوْبُوْا إِلَى اللهِ جَمِيْعاً أَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নূর : আয়াত ৩১)

 ‘যে কেউ দুষ্কর্ম করে অথবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পাবে।’ (সূরা: নিসা ৪/১১০)।

‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত।’ (সূরা: নিসা, আয়াত: ৪/১৪৫-১৪৬)।

 ‘যারা ঈমানদান নর-নারীর ওপর যুলুম-নির্যাতন করেছে এবং পরে তাওবা করেনি, তাদের জন্যে জাহান্নামের আজাব ও দহন যন্ত্রণা রয়েছে।’ (সূরা: বুরূজ ৮৫/১০)। 

তওবার দোয়া বাংলা উচ্চারণ | তওবা করার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ

তওবার দোয়া বাংলা উচ্চারণ | তওবা করার দোয়া আরবি বাংলা উচ্চারণ

أَستَغْفِرُ اللهَ

বাংলা উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহ।’

বাংলা অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

নিয়ম : প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ইসতেগফারটি ৩ বার পড়তেন।’ (মিশকাত)

  • أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।‘

অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।

নিয়ম : এ ইসতেগফারটি প্রতিদিন ৭০/১০০ বার পড়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক তাওবাহ ও ইসতেগফার করতেন।’ (বুখারি)

  • رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ (أنْتَ) التَّوَّابُ الرَّحِيْمُ

বাংলা উচ্চারণ : ‘রাব্বিগ্ ফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা (আংতাত) তাওয়্যাবুর রাহিম।’

বাংলা অর্থ : ‘হে আমার প্রভু! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়।’

নিয়ম : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন।’ (আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

  • أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ : ‘আস্‌তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।’

অর্থ : ‘আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।’

নিয়ম : দিনের যে কোনো ইবাদত-বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবাহ-ইসতেগফার করা। হাদিসে এসেছে- এভাবে তাওবাহ-ইসতেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।’ (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

সাইয়েদুল ইসতেগফার আরবি

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগ্ফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।’

বাংলা অর্থ : ‘হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।’

নিয়ম : সকালে ও সন্ধ্যায় এ ইসতেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইসতেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে- যে ব্যক্তি এ ইসতেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে।’ (বুখারি)

এগুলো পড়তে পারেন –

সূরা হাশরের শেষ ৩ আয়াত বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

রুকুর তাসবিহ – rukur tasbih

ছানা দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ | নামাজের সানা আরবি বাংলা উচ্চারণ

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থ | আয়াতুল কুরসির ফজিলত

দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারন ও অর্থ সহ

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ | দোয়া মাসুরা অর্থ

আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ ও অর্থ | আত্তাহিয়াতু দোয়া

দুই সিজদার মাঝের দোয়া | Dui sijdar majer dua bangla

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ | দরুদ শরীফ পড়ার নিয়ম

দরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ ও অর্থ | দরুদে ইব্রাহিমের ফজিলত

আমাদের তওবা করার দোয়া বাংলা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন। আর আমার ফেসবুক লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

আমাদের তওবার দোয়া সমূহ এই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

(তথ্যসূত্র : সংগৃহীত)

আরও পড়ুন :

  1. নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট
  2. মোনাজাতের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ | মোনাজাতের দোয়া আরবি
  3. রুকু থেকে উঠার পর দোয়া – ruku theke uthar por dua
  4. সেজদার তাসবিহ – sejdar tasbih
  5. বিকাশ ক্যাশব্যাক কি হালাল নাকি হারাম জানুন বিস্তারিত

মানুষ আমাদের খুঁজছে:

তওবার দোয়া বাংলা উচ্চারণ
তওবা বাংলা উচ্চারণ ছবি
তওবা করার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ
তওবা করার দোয়া বাংলা
তওবা বাংলা উচ্চারণ সহ
তওবা বাংলা উচ্চারণ
তওবার দোয়া ছবি
touba bangla
তওবার দোয়া বাংলা
তওবা করার দোয়া বাংলা উচ্চারণ
towbar dua
তওবা দোয়া বাংলা উচ্চারণ
তওবা করার দোয়া
তওবার দোয়া বাংলা সহ
touba korar dua bangla
তাওবার দোয়া
আস্তাগফিরুল্লাহ দোয়া বাংলা উচ্চারণ
tawbah dua in bangla
towba bangla
touba korar dua
tawbah dua bangla
তওবা পাঠ
তওবা ইস্তেগফার দোয়া
তওবার দোয়া সমূহ
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি দোয়া আরবি
তওবা ইস্তেগফার দোয়া আরবি
সূরা তওবা বাংলা উচ্চারণ
তওবার দোয়া সমূহ
tawbah dua
আস্তাগফিরুল্লাহ দোয়া
astaghfirullah hallazi dua bangla
ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ
ইসতেগফার দোয়া
astaghfirullah dua in bangla
আস্তাগফিরুল্লাহ আরবি লেখা
আস্তাগফিরুল্লাহ তওবা ইস্তেগফার দোয়া
সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ
সুরা তওবার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ
দরুদে ইস্তেগফার
তওবা করার নিয়ম
আস্তাগফিরুল্লাহ দোয়া আরবি
astaghfirullah bangla
ইস্তেগফার দোয়া সমূহ
astaghfirullah full dua in bangla
আস্তাগফিরুল্লাহ দোয়া বাংলা
astaghfirullah dua bangla
তাওবার নামাজের নিয়ম
ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ
astagfirullah bangla
istighfar dua bangla
আস্তাগফিরুল্লাহ দোয়া – তওবার দোয়া বাংলা উচ্চারণ সহ
ইস্তেগফার দোয়া বাংলা
আস্তাগফিরুল্লাহ উচ্চারণ
তওবার নামাজের নিয়ত ও নিয়ম
astaghfirullah hallazi bangla
আস্তাগফিরুল্লাহ লেখা ছবি
astaghfirullah in bangla
astagfirullah dua
ইস্তেগফার করার নিয়ম
সাইয়েদুল ইস্তেগফার দোয়া ছবি
তওবার নামাজ পড়ার নিয়ম
আস্তাগফিরুল্লাহ পড়ার নিয়ম
সাইয়েদুল ইস্তেগফার ছবি
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি দোয়া
istighfar dua in bangla
আস্তাকফিরুল্লাহ অর্থ কি
তওবা নামাজের নিয়ম
তাওবা করার সঠিক নিয়ম
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি
সাইয়েদুল ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ
astagfirullah full dua
astagfirullah surah
dua bangla
towba
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি
সাইয়েদুল ইস্তেগফার পড়ার নিয়ম
আরবী থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
আস্তাগফিরুল্লাহ দোয়া ফজিলত
তওবা ইস্তেগফার
astaghfirullah full dua
তওবার শ্রেষ্ঠ দোয়া
সুরা তওবার শেষ দুই আয়াত
সূরা তাওবার শেষ দুই আয়াত
ইস্তেগফার দোয়া তওবার দোয়া সমূহ
astaghfar dua
আস্তাগফিরুল্লাহ অর্থ কি
ইসতেগফার তওবার দোয়া সমূহ
ইস্তিগফার এর দোয়া
আস্তাগফিরুল্লাহ অর্থ

ট্যাগ সমূহ : তওবা করার দোয়া বাংলা উচ্চারণ, তওবার নামাজ, তওবার নামাজ, তওবার দোয়া বাংলা উচ্চারণ, তওবা পাঠ, তওবা ইস্তেগফার দোয়া, তওবা করার দোয়া বাংলা উচ্চারণ, তওবা বাংলা উচ্চারণ সহ, তওবা করার দোয়া বাংলা, তওবা নামাজের নিয়ম, তওবার দোয়া বাংলা লেখা, ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ, তওবা করার নিয়ম।

Spread the love

Leave a Comment