নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স

নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স : আপনারা যারা নতুন ব্লগিং শুরু করেছেন অথবা করতে চাচ্ছেন এই পোস্টটি আপনাদের জন্য। আজকের এই পোস্টে আমি নতুনরা ব্লগিং শুরু করার পরে যেভাবে কাজ করলে ব্লগিং এ সফল হবে সে বিষয়ে লেখার চেষ্টা করলাম।

আপনারা যারা ব্লগিং শুরু করার পরপরই এডসেন্স এর পিছে ছুটেন! এটা কিন্তু মোটেও ঠিক না। ব্লগিং শুরু করে প্রথমে ব্লগে ভিজিটর আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার ব্লগে যদি প্রতিদিন ২০০/৩০০ ভিজিটর আসে ১০০$ এক বছরেও হবে না। আপনার ব্লগে যখন প্রতিদিন ১০০০ ইউনিক ভিজিটর আসবে তখন আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন।

নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স :

১। নিয়মিত SEO friendly আর্টিকেল পাবলিশ করুন।

২। নতুন অবস্থায় প্রতিদিন ১টি করে আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করুন।

৩। আপনার সময় কম থাকলে সপ্তাহে কমপক্ষে ১টি করে আর্টিকেল প্রত্যেক সপ্তাহের একই দিনে একই সময় পাবলিশ করুন। আপনি কোনো সপ্তাহে ৫ টা আর্টিকেল পাবলিশ করলেন কিন্তু আগামী ২ সপ্তাহ কোনো আর্টিকেল পাবলিশ করলেন না ! এমন হলে চলবে না। আপনাকে রেগুলার সময় মেইনটেইন করে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে আর্টকেল পাবলিশ করতে হবে।

৪। আপনারা অনেকে ১ মাসে কোনমতে পোস্ট করে গুগল এডসেন্স এর জন্য আবেদন করেন আবার অনেকে ভাগ্যক্রমে পেয়েও জান কিন্তু আপনার ওয়েবসাইট এ ১ মাসের সামান্য ট্রাফিক দিয়ে শত ডলারের সপ্ন কখনও পূরণ হবে না। তাই আপনাকে প্রথমত SEO friendly আর্টিকেল পাবলিশ করতে হবে, মিনিমাম ৫/৬ মাস সময় নিয়ে কাজ করবেন এবং আপনার ব্লগে গুগল সার্চ থেকে যেন বেশি ভিজিটর আসে সেদিক খেয়াল রাখুন।

৫। আপনার ব্লগে যদি গুগল সার্চ থেকে ভিজিটর না আসে শুধু সোশ্যাল মিডিয়ার ভিজিটর দিয়ে গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন না কারণ সোশ্যাল মিডিয়া থেকে অতিরিক্ত ভিজিটর আনলে এডসেন্স এ্যাড লিমিট করে দিবে।

৬। আপনি যদি অন্যের ইনকাম দেখে ব্লগিং শুরু করেন তাহলে কখনও সফল হতে পারবেন না কারণ কে কত আয় করছে শুধু ঐ দিকে লক্ষ করলে আপনার মনে আরো লোভ বাড়বে, আরো হতাশ হবেন সপ্ন পূরণ হবে না। আপনি যদি নিয়ম মেনে ধর্য্য সহকারে কাজ করেন তাহলে সৃষ্টিকর্তা একদিন আপনাকে সফল করবেন।

৭। ইনকাম করা চিন্তা কমিয়ে রিসার্চ এর পরিমাণ বাড়িয়ে দিন, ভালো মানের SEO friendly আর্টিকেল পাবলিশ করুন , গুগল সার্চ থেকে প্রতিদিন হাজার হাজার ভিজিটর আনুন আর সপ্ন পূরণ করুন।

গুগল এডসেন্স থেকে আয়ের পরিমাণ :

বাংলা ব্লগে গুগল এডসেন্স থেকে কত ভিজিটরে কত টাকা ইনকাম হয় সে বিষয়ে একটু ধারণা নিয়ে নিন —

বাংলা ভাষায় ব্লগিং করলে গুগল এডসেন্স থেকে ইনকাম অনেক হয়। আমার একটি বাংলা ব্লগ এর ইনকাম এর তথ্য অনুযায়ী আপনাদের ধারণা দিলাম।

আমার বাংলা ব্লগে ১০০০ ভিজিটরে 1.5$ ইনকাম হয়েছে। তবে উন্নত বাংলা ব্লগ সাইটগুলোতে ১০০০ ভিজিটরে 2$ /5$ পর্যন্ত ইনকাম হয়। আপনি যদি ইংরেজি ভাষায় ব্লগ লিখতে পারেন তাহলে আপনার ইনকাম ডাবল হবে। ইংরেজি ব্লগ সাইটে ১০০০ ভিজিটরে 5$/10$ বা এর থেকে বেশি ইনকাম হতে পারে।

আপনাদের মধ্যে যাদের ইংরেজি ভাষায় লেখার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই ইংলিশ ব্লগ তৈরি করে কাজ করতে পারেন। ইংলিশ ভাষায় ব্লগিং করতে SEO ভালোভাবে শিখতে হবে তানাহলে ব্লগ পোস্ট রেংক করাতে পারবেন না।

এগুলো পড়তে পারেন —

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ২০২২

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২১ | মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়

নেত্রকোণা অনলাইন পত্রিকা – নেত্রকোণা দৈনিক পত্রিকা – নেত্রকোণা সকল পত্রিকা

বাংলাদেশী সংবাদপত্র – বাংলা সংবাদপত্র সমূহ – সকল পত্রিকা সমূহ

গুগল এ্যাডসেন্স এ্যাড লিমিট (Ad limit) কেন হয় – সমাধানের উপায় জেনে নিন

বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপায়

কিছু কথা : আপনি উপরে লেখা সম্পূর্ণ আর্টিকেল পড়ুন এবং কথাগুলো মেনে ব্লগিং করুন, আর আপনার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান আশা করি ব্লগিং এ সফল হবেন।

ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন আর আপনাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য আমার ফেসবুক পেজ ভিজিট করে মেসেজ করুন।

এই পোস্টটি সকল বন্ধুদের সাথে শেয়ার করুন ..

Spread the love