গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম | গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট কত টাকা

গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম, গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট কত টাকা 2022, গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে এই নিয়ে আমাদের এই পোস্ট।

আমাদের এই পোস্টে আমি গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম, গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে ও গ্রামীণফোন সিম রিপ্লেস কত টাকা ২০২২ সেই সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করতে সেই সিমের নাম্বার এবং সেই সিমের মালিককে তার NID কার্ড নিয়ে সশরীরে নিকটস্থ রবি কাস্টমার কেয়ার অথবা গ্রামীণফোন সিম অনুমোদিত দোকানে যেতে হবে।

তারপর আপনি সেখানকার কর্মরত ব্যক্তিকে বলবেন আপনার সিমটি রিপ্লেসমেন্ট করে দিতে। সিম রিপ্লেসমেন্ট শুরুর প্রথম দিকে আপনার কাছে সেই সিমের নাম্বার চাইবে। তারপর আপনার ভোটার আইডি কার্ড চাইবে। তারপর আপনার দুই হাতের চারটি আঙুলের ছাপ দিতে বলবে। সকল তথ্য ঠিক থাকলে আপনার সিম রিপ্লেসমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে।

গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে

বর্তমান সময়ে গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট খুব সহজেই করতে পারবেন। বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম রিপ্লেস করতে শুধুমাত্র সেই সিমের নাম্বার এবং সেই সিমের মালিকের ভোটার আইডি কার্ড সহ নিজের উপস্থিত হয়ে রিপ্লেসমেন্ট সম্পূর্ণ করতে হবে।

গ্রামীণফোন সিম রিপ্লেসমেন্ট কত টাকা 2022

আমি এই পোস্ট লেখার দিন পর্যন্ত রবি সিম রিপ্লেস ফ্রি 200 টাকা নির্ধারিত ছিলো। তবে সিম অপারেটর নিদিষ্ট দোকান থেকে রিপ্লেস করতে ২২০ – ২৫০ টাকা নেয়। আর আপনার যদি অনলাইনে শপিং করার অভিজ্ঞতা থাকে তাহলে নিজ নিজ সিম অপারেটরের ওয়েবসাইট থেকে রিপ্লেসমেন্ট করতে পারবেন।

এগুলো পড়তে পারেন:

জিপি 4G সিম রিপ্লেসমেন্ট বোনাস যেভাবে পাবেন

অ্যাকটিভ 2G/3G সিম 4G-তে রিপ্লেস করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন: রিপ্লেসমেন্টের ৩০ দিনের মধ্যে *121*3087# ডায়াল করে গ্রাহক পাবেন ৭ দিন মেয়াদ (অ্যাক্টিভেশন + ৬ দিন) সহ ফ্রি 5GB 4G ইন্টারনেট। এই অফারটি শুধু একবার নেওয়া যাবে। এই অফারটি কোনো ইনঅ্যাকটিভ 3G সিম থেকে 4G সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই 4G ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহকের একটি 4G সিম, একটি 4G এনেবল্‌ড হ্যান্ডসেট থাকার পাশাপাশি তাকে 4G কভারেজ এরিয়ায় থাকতে হবে৷

গ্রাহকরা কীভাবে এই অফারটি পেতে পারেন?


গ্রাহকরা, যারা 3G সিম ব্যবহার করছেন, তারা 4G সিম কনভার্ট/রিপ্লেস করার পরে শুধুমাত্র একবার *121*3087# ডায়াল করে এই বোনাসটি পাবেন।

গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট পরবর্তী প্যাকে যোগ হবে কি?


অব্যবহৃত ইন্টারনেট ভলিউম পরবর্তীতে ব্যবহার করা যাবে না।

গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট পরবর্তী প্যাকে যোগ হবে কি?


অব্যবহৃত ইন্টারনেট ভলিউম পরবর্তীতে ব্যবহার করা যাবে না।

এই অফারটি কতবার নেওয়া যাবে?


সিম রিপ্লেসমেন্টের ৩০ দিনের মধ্যে এই অফারটি শুধুমাত্র একবার নেওয়া যাবে। রিপ্লেসমেন্টের ৩০ দিন পরে গ্রাহকরা এই অফারটি নিতে পারবেন না।

গ্রাহকরা কীভাবে ব্যালেন্স চেক করতে পারবেন?


গ্রাহকরা *121*1*4# ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারবেন।

এই অফারটি নেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী?

  • গ্রাহকরা শুধুমাত্র তাদের 3G সিমকে 4G সিমে কনভার্ট করার পরেই এই অফারটি পাওয়ার জন্য এলিজিবল হবেন
  • রিপ্লেসমেন্টের ৩০ দিন পর গ্রাহকরা অফারটি নিতে পারবেন না
  • যে সকল গ্রাহক তাদের 3G সিমকে 4G সিমে কনভার্ট করেছেন ক্যাম্পেইন শুরুর তারিখের (২৫ জানুয়ারী, ২০২২) আগে তারা এই অফারের জন্য এলিজিবল হবেন না৷
  • যে সকল গ্রাহক তাদের 4G সিমটি নতুন 4G সিমে রিপ্লেস করবেন তারা অফারটির জন্য এলিজিবল হবেন না
  • যে সকল গ্রাহক একবার নতুন অফারটি নিয়েছেন তারা এটি দ্বিতীয়বার নিতে পারবেন না

তথ্য সংগৃহীত : গ্রামীণফোন ওয়েবসাইট

প্রশ্ন: সিম রিপ্লেসমেন্ট করলে কি বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট বন্ধ হয়ে যাবে?

উত্তর: সিম রিপ্লেসমেন্ট করলে বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে। ২৪ ঘন্টা পর অটোমেটিক সচল হ​য়ে যাবে। একাউন্ট ব্যালেন্স সহ, লেনদেন সব আগের মতোই থাকবে। তারপর যদি চালু না হয় তাহলে বিকাশ, নগদ, রকেট, উপায় এর হেল্পলাইনে কল করতে হবে। বাংলাদেশের সকল মোবাইল ব্যাকিং কোড এবং হেল্পলাইন নাম্বার জানতে আমাদের এই পোস্ট পড়ুন।

আরও পড়ুন :

এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট লিখতে পারেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

পোস্টটি আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

ট্যাগ সমূহ : গ্রামীণফোন সিম উঠাতে কত টাকা লাগে , গ্রামীণফোন সিম রিপ্লেস কত টাকা 2022, গ্রামীণফোন সিম তুলতে কত টাকা লাগে।

Spread the love

Leave a Comment