নিবন্ধিত সিম নাম্বার জানার উপায় – সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন বাংলাদেশ

নিবন্ধিত সিম নাম্বার জানার উপায় – সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন বাংলাদেশ এই বিষয় নিয়ে আমাদের এই পোস্ট। আমাদের আজকের এই পোস্টে আমি নিবন্ধিত সিম নাম্বার জানার উপায় – সিম কার নামে রেজিস্ট্রেশন জানার উপায় সেই সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

নিবন্ধিত সিম নাম্বার জানার উপায় – সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন বাংলাদেশ

আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে তা জানতে প্রথমে আপনার ভোটার আইডি কার্ড হাতের কাছে আনুন কারণ আপনার ভোটার আইডি কার্ডের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে।

তারপর আপনার মোবাইলের কল অপশনে গিয়ে ডায়াল করুন *16001# কোড। সঙ্গে সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডের শেষ চারটি সংখ্যা লিখতে বলবে। আপনি আপনার ভোটার আইডি কার্ডের শেষ চারটি সংখ্যা সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড অথবা পোস্ট পেইড কোন কোম্পানির কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে সবগুলো দেখতে পারবেন।

আরও পড়ুনঃ নেত্রকোণা অনলাইন পত্রিকা – নেত্রকোণা দৈনিক পত্রিকা – নেত্রকোণা সকল পত্রিকা

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল থানার মোবাইল নাম্বার

আরও পড়ুনঃ সকল দোয়া সমূহ – নামাজের দোয়া সমূহ আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ

এছাড়াও আলাদা আলাদা সিম কোম্পানিভেদে আপনার কয়টি সিম রেজিষ্ট্রেশন আছে তা জানতে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুনঃ

গ্রামীণফোন বা জিপি: মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে। ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন হয়েছে।

রবি: ডায়াল করুন *1600*3# ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত হয়েছে।

এয়ারটেল: ডায়াল করুন *121*4444# কোড ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন হয়েছে।

বাংলালিংক: ডায়াল করুন *1600*2# কোড ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন হয়েছে।

টেলিটক: info লিখে এমএমএস করুন 1600 নম্বরে। ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন হয়েছে।

আরও পড়ুন :

  1. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা সমূহ
  2. বাংলাদেশের অনলাইন পত্রিকার তালিকা | বাংলাদেশের সকল অনলাইন পত্রিকা সমূহ
  3. জাতীয় পত্রিকার তালিকা ২০২২ | বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ
  4. বাংলাদেশের ইংরেজি পত্রিকার তালিকা সমূহ
  5. সকল বাংলা ই পত্রিকা তালিকা : বাংলাদেশের ই পেপার সমূহ
  6. কলকাতার সব বাংলা পত্রিকা | পশ্চিম বাংলার পত্রিকা
  7. অনলাইন পত্রিকা রেজিস্ট্রেশন | পত্রিকা বের করার নিয়ম
  8. বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
  9. স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
  10. ইসলামিক পত্রিকা সমূহ | মাসিক ইসলামিক পত্রিকা সমূহ

আমাদের এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

আমাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আমাদের ফেসবুক, টুইটার, গুগল নিউজ এর সাথে যুক্ত থাকুন।

Spread the love

Leave a Comment